রাজনীতি

নবর্বষ উপলক্ষে খালেদা জিয়ার শুভেচ্ছা

বাঙলা নবর্বষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ-বিদেশের সকল বাঙলাভাষী-বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।বাণীতে বেগম খালেদা জিয়া বলেন, “বাংলা নববর্ষের সূচনায় আমি দেশ-বিদেশের সকল বাঙলাভাষী-বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তারা তাদের নববর্ষ উদযাপন করে থাকেন। তেমনি আমাদের কাছে পহেলা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং বহুকাল ধরেই নতুন নতুন আঙ্গিকে, বর্ণ, বৈচিত্রে ও রুপে পহেলা বৈশাখ আমাদের জীবনে ফিরে আসে।বিএনপি চেয়ারপারসন পহেলা বৈশাখ বাঙলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার উল্লেখ করে বলেন, আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃ-গোষ্ঠী ভেদে লালন করে থাকি। বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি।নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ বয়ে আনুক এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়। সমাজ থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। নববর্ষের নতুন সকালে মহান আল্লাহ’র কাছে কায়মনোবাক্যে সকলের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।আরএস/আরআই

Advertisement