আন্তর্জাতিক

টিকা না দিলে শিশুকেন্দ্র ও প্রাকশিক্ষা সুবিধা বাতিল

অস্ট্রেলিয়ার যেসব শিশুদের বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা দেওয়া হয়নি, এমন শিশুদের জন্য শিশুসেবা কেন্দ্র ও প্রাকশিক্ষা সুবিধা বন্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। টিকা না নেওয়া শিশুদের জন্য এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছে টার্নবুল সরকার।এরইমধ্যে দেশটির কয়েকটি প্রদেশে এ আইন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল চান, বিষয়টি জাতীয়ভাবে আইনি ভিত্তি পাক।শিশুদের রক্ষায় দেশটির বিভিন্ন স্বাস্থ্য গ্রুপ এরইমধ্যে এ্ উদ্যোগ নিয়ে বিভিন্ন কমিউনিটি ও অভিভাবকদের সঙ্গে যুক্তি-তর্ক শুরু করেছে। দেশটির অন্তত ২ হাজার অভিভাবকদের ওপর চালানো শিশু স্বাস্থ্য নিয়ে একটি জরিপে দেখা গেছে, দেশটির ৫ ভাগ শিশু সম্পূর্ণভাবে প্রতিষেধক টিকা নেয়নি।দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল হুপিং কাশির কারণে যেসব শিশু মারা যাচ্ছে এ বিষয়ে আরও করণীয় রয়েছে বলে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা তত্ত্বীয় কোনো পরীক্ষা নয়, এটা জী্বন-মরণের বিষয়।তিনি আরও বলেন, যদি কোনো বাবা-মা তার সন্তানকে টিকা দিতে না চান; এতে তিনি শুধু তার সন্তানকেই নেয়, প্রতিটি শিশুর জীবনই ঝুঁকিতে ফেলছেন।এদিকে, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ইতোমধ্যে যেসব শিশুরা টিকা নিয়েছে বা অনুমোদিত কোনো সেবা নিয়েছে, তাদের শিশুসেবা কেন্দ্রের জন্য নথিভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।সূত্র:  বিবিসিএসআর/পিআর

Advertisement