চলচ্চিত্র নির্মাতা এহতেশামের পরিচালনায় ১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিল নাঈম-শাবনাজ জুটি অভিনীত ‘চাঁদনী’। সেই সময় ছবিটি যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি রেকর্ড পরিমাণের ব্যবসাও করেছিল। এরপর কেটে গেছে ২৫ বছর। গেল বছরের অক্টোবরেই নাঈম-শাবনাজ জুটি জমকালো আয়োজনে ছবিটির রজত জয়ন্তী পালন করেছেন। সেখানে বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতি জানান দিয়েছিল আজও দর্শকরা মনে রেখেছেন নব্বই দশকের সেই ‘চাঁদনী’ ছবিকে।নতুন খবর হচ্ছে, এবার নতুন গল্পে নতুন আঙ্গিকে নির্মিত হচ্ছে নতুন ‘চাঁদনী’। এই ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। ত্রিভূজ প্রেমের গল্পের এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। তার বিপরীতে থাকবেন দুই নায়ক আসিফ নূর ও জায়েদ খান।গতকাল রোববার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে ‘চাঁদনী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে ছবির নির্মাতা-কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, কণ্ঠশিল্পী আসিফ আকবর, অভিনেতা মিশা সওদাগর প্রমুখ। পরীমনি বলেন, ‘এই ছবিটি করতে যাওয়া মানে অনেক দায়িত্ব নেয়া। কেননা, এই নামের সুপারহিট একটি ছবি আছে ইন্ডাস্ট্রিতে। সেটিকে কালজয়ীও বলা চলে। একই নামের ছবির নায়িকা হওয়া মানে চ্যালেঞ্জ নেয়া। শামীম ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। জায়েদ খানের বিপরীতেও নায়িকা হয়েছি। এই ছবি দিয়ে প্রথমবার জুটি হবো আমি ও আসিফ নূর। অনেক কিছু ভালো লাগা নিয়ে ছবিটি যাত্রা শুরু করছে।’তিনি আরও বলেন, ‘ছবির ক্যারেক্টর নানা ক্লাইম্যাক্সে ভরপুর। সবার সহযোগিতায় আশা করছি ছবিটি একটি পরিপূর্ণ বিনোদনধর্মী ছবি হবে।’আসিফ নূর বলেন, ‘নতুন এই চাঁদনী ছবি তার আলোয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবারও আলোকিত করবে। আমিসহ ছবির পুরো টিম চেষ্টা করবো শতভাগ ঢেলে দিয়ে ছবিটিকে উপভোগ্য করে তুলতে।’জায়েদ খান বলেন, ‘আমি পরীমনির ফিল্ম ক্যারিয়ারের প্রথম নায়ক। তারপর তার সঙ্গে অন্তরজ্বালা ছাড়াও কয়েকটি ছবি করা হয়েছে। এবারও একটি ভালো কাজ হবে বলে প্রত্যাশা করছি।’ছবির নির্মাতা শামীম বলেন, ‘চাঁদনী হতে যাচ্ছে আমার পরিচালনায় তৃতীয় ছবি। নামটি পরিচালক সমিতি থেকে নিবন্ধন করেছি। তাই আমি মনে করি, এই নাম নিয়ে আর অভিযোগ থাকতে পারে না। আর ছবির গল্পটা ত্রিভুজ প্রেমের। শুটিং শুরু হতে আরও মাস দুয়েক লাগবে।’এনই/এলএ
Advertisement