লাইফস্টাইল

তুরস্কের ফ্যাশন ঐতিহ্য

পর্বতময় একটি দেশের নাম তুরস্ক। মূলত এটি উচ্চপর্বতবেষ্টিত মালভূমি। এই দেশের মরুভূমিও বেশ বিচিত্র। কোথাও উর্বর আবার কোথাও উঁচু সমভূমি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেশটি ঘুরে দাঁড়িয়েছে। সাথে সাথে উন্নতি ঘটেছে অর্থনীতিতেও। সেই সূত্র ধরেই বৃদ্ধি পেয়েছে নগরায়ন। এর বৃহত্তম শহরের নাম ইস্তাম্বুল। আর এর রাজধানীর নাম আঙ্কারা। এখানকার মানুষ তাদের নিজস্ব তুর্কি ভাষাতেই কথা বলে। তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা। তাদের নিজস্ব ভাষার সাথে সাথে আরো প্রায় ত্রিশটি ভাষা প্রচলিত। এদের মধ্য আদিগে, আরবি, আর্মেনীয়া, জর্জীয়, কুর্তি এবং রোমানি ভাষা উল্লেখযোগ্য। নানা ধর্মের লোকের বসবাস এই ছোট দেশটিতে। তবে এখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই তুলনামূলক বেশি। তুরস্কের সংস্কৃতিও বৈচিত্র্যময়। গ্রিক, রোমান, ইসলামিক সব মিলিয়ে তাদের একটি নতুন ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে। পশ্চিমা সংস্কৃতি এখনো তাদের মাঝে বিদ্যমান আছে। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। একই সাথে তারা ফ্যাশনপ্রেমী জাতি। তাদের এই ফ্যাশন নিয়েই জাগো নিউজের ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাশনের আজকের আয়োজন।তুর্কি মেয়েদের পছন্দের পোশাক বোরকা। তারা খুব ছোট থেকেই হাতে এবং পায়ে মোজা পরে থাকে। এমনকি তারা কোন অনুষ্ঠানে গেলেও এই ধরনের পোশাক পরে যায়। এছাড়া তারা লম্বা কামিজ জাতীয় পোশাকেও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে এর সাথে  মাথায় নানা রঙের মিশ্রণের স্কার্ফ পরতেও ভালোবাসে। তবে বর্তমানে সেখানে বাইরের দেশের পোশাকেরও বেশ কদর রয়েছে। মেয়েরা বর্তমানে স্কার্টের সাথে লম্বা শার্ট পরতে ভালোবাসে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের মাঝে এই ফ্যাশন বৈচিত্র্য দেখা যায়। অন্যদিকে ছেলেদের ফ্যাশনে আছে পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, কুর্তি থেকে শুরু করে কোট, টাই পর্যন্ত। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বিভিন্ন রঙের কুর্তি পরতেই বেশি চোখে পরে। এইচএন/জেআইএম

Advertisement