দেশজুড়ে

যাত্রীবাহী লঞ্চে ইলিশ আসছে ঢাকায়

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ ধরছেন জেলেরা। এসব ইলিশের চালান ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। সোমবারও যাত্রীবাহী লঞ্চে বস্তায় বস্তায় ইলিশ বহন করা হয়। আর ব্যবসায়ীদের ইলিশের চালান যায় ঝুড়িতে করে।বাংলা নববর্ষে পান্তা ইলিশ, সর্ষে ইলিশ খাওয়ার রেওয়াজ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে এ রেওয়াজের কারণেই ইলিশের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। এদিকে ভোলাসহ উপকূলীয় ৬ জেলায় জাটকা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ বিচরণের অভয়স্থল হিসেবে ৩২০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদফতর। সরকারিভাবে এ আইন কঠোরভাবে পালনেরও চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।ভোলার জেলা প্রশাসন নববর্ষে ইলিশ খাওয়ার আয়োজন বাতিল করায় জেলায় চাহিদাও কমে গেছে। ফলে ইলিশ ঢাকাসহ বিভিন্নস্থানে নিয়ে উচ্চ দরে বিক্রি করতে মাছের চালান নিয়ে ছুটছেন ব্যবসায়ীরা। তারা নদী থেকেই ঢাকামুখী হচ্ছেন। লঞ্চ ও ট্রলার যোগে সদরঘাট, কাওরান বাজার, নিউমার্কেট, সোয়ারীঘাটসহ বিভিন্ন আড়তে যাচ্ছে এই মাছগুলো।এমনকি চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-মনপুরা-ঢাকা, দৌলথখান-ঢাকা, লালমোহন-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চেই বহন করা হচ্ছে ইলিশের চালান।পুলিশ ও কোস্টগার্ডকে ব্যবস্থা করেই এ চালান নেয়া হচ্ছে এমনটাই জানান, মৎস্যজীবী সমিতির নেতারা।এমজেড/এমএএস/আরআই

Advertisement