ইথিওপিয়ায় ভূমিধসে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী আদ্দিস আবাবায় ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। খবর বিবিসির। শনিবার রাতের ওই ভূমিধসের ঘটনায় এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিধসের সময় ওই এলাকায় প্রায় দেড়শ মানুষ ছিলেন। ভূমিধসের কারণে বেশ কিছু অস্থায়ী ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শহরের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিধসে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। টিটিএন/জেআইএম
Advertisement