ফিচার

ক্ষমতাবানদের গাড়ি দেখতে কেমন

মানুষ শখ করে গাড়ি কেনে। শখের ভিন্নতায় প্রত্যেকটি মানুষ নিজের পছন্দের গাড়ি কিনে তা ব্যবহার করে। কিন্তু বিশ্বের ক্ষমতাবানরা শখের বসে বা প্রয়োজনে কোন ব্যান্ডের গাড়ি ব্যবহার করেন? আসুন জেনে নেই বিশ্বের ১০ ক্ষমতাবানের গাড়ি দেখতে কেমন।প্রণব মুখার্জিপ্রণব মুখার্জি ভারতের ত্রয়োদশ তথা বর্তমান রাষ্ট্রপতি। তাঁর রাজনৈতিক জীবন ছয় দশকব্যাপী। ভারতের এই রাষ্ট্রপতি ব্যবহার করেন মার্সিডিজ মেব্যাচ এস ৬০০ পুলম্যান গার্ড গাড়ি।নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী। তিনি বিএমডব্লিউ ৭৬০ এলআই হাই সিকিউরিটি মডেলের গাড়িটি ব্যবহার করে থাকেন।ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি একজন ধণাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ব্যবহার করেন ক্যাডিল্যাক ওয়ান মডেলের গাড়ি।শি জিংপিং শি জিংপিং চীনের একজন উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে চীনের প্রেসিডেন্ট। তিনি ব্যবহার করেন হংকি এইচকিউই মডেলের গাড়ি।ভ্লাদিমির পুতিনভ্লাদিমির পুতিন লেনিনগ্রাদে জন্মগ্রহণকারী রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম ক্ষমতাবান ব্যক্তিটি ব্যবহার করেন মার্সিডিজ বেঞ্জ, এস ক্লাস পুলম্যান গার্ড গাড়িটি।দ্বিতীয় রানি এলিজাবেথদ্বিতীয় রানি এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রানি ও রাষ্ট্র প্রধান। তিনি ব্যবহার করেন বেন্টলে স্টেট লিমোজিন গাড়িটি।থেরেসা মেথেরেসা মে সাসেক্সের ইস্টবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী ব্রিটিশ প্রমিলা রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ব্যবহার করেন জাগুয়ার এক্সজে সেন্টিনেল গাড়ি।অ্যাঞ্জেলা মার্কেলঅ্যাঞ্জেলা মার্কেল জার্মান চ্যান্সেলর। তিনি অডি এ৮এল সিকিউরিটি গাড়িটি ব্যবহার করেন।পোপ ফ্রান্সিসপোপ ফ্রান্সিস ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান রোমান ক্যাথলিক চার্চের প্রধান। তিনি মার্সিডিজ বেঞ্জ, এম ক্লাস গাড়িটি ব্যবহার করে থাকেন।সিনজো আবেসিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী। তিনি ব্যবহার করেন লেক্সাস এলএস৬০০০এইচ আর্মার্ড গাড়িটি।এসইউ/জেআইএম

Advertisement