বিনোদন

মেয়েকে নিয়ে দেখা দিলেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। গত দুই বছর ধরেই অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝে ছোট পর্দায় হঠাৎ দেখা মিললেও সর্বশেষ এক বছরে সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সেই পূর্ণিমাকে দেখা গেল নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে। সোমবার, ১৩ এপ্রিল এ নায়িকার মেয়ে আরশিয়া উমায়জার প্রথম জন্মদিন। এদিনে মেয়েকে কোলে নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের প্রকাশ হলো পূর্ণিমার ছবি। গেল বছরের ১৩ এপ্রিল রাত ১০টা ২০ মিনিটে চিত্রনায়িকা পূর্ণিমা প্রথম সন্তানের মা হন। মেয়ের নাম আরশিয়া উমায়জা নিজেই রাখেন তিনি। চলতি ১৩ এপ্রিল পালিত হচ্ছে আরশিয়া উমায়জা’র প্রথম জন্মদিন।জন্মদিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বিগত বেশ কয়েকদিন যাবত পূর্ণিমা পরিকল্পনা করে আসছিলেন। কিন্তু আরশিয়া ছোট্ট বলে অনেক বড় পরিসরে অনুষ্ঠান করতে পারছেন না। অাত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণিমা।পূর্ণিমা জানালেন, রাজধানীর নিকুঞ্জতে পূর্ণিমার বাসাতেই আরশিয়া উমায়জার প্রথম জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করা হবে। পাশাপাশি ভক্তদের জন্য দিলেন আবারও প্রত্যবর্তনের সুখবর। জানালেন, ঈদের পর থেকেই চলচ্চিত্রে ফিরবেন তিনি।প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ ছবিটি। এতে তার নায়ক হিসেবে আছেন হালের আলোচিত অভিনেতা আরিফিন শুভ।প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দিলারা হানিফ রীতা ওরফে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। নায়ক রিয়াজের সাথে জুটি বেঁধে তিনি আকাশ ছোঁয়া সাফল্য পান। এখন পর্যন্ত তার অভিনীত ৮০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পূর্ণিমা কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিলোনা চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।এলএ/আরআইপি

Advertisement