কুমিল্লার দাউদকান্দিতে একটি থামানো ট্রাকে পেট্রলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মো. রিয়াজ মিয়া (৪৫) দগ্ধ হয়েছেন। সোমবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাইপাস রাস্তায় এ ঘটনা ঘটে। চালক রংপুর জেলার কোতয়ালি থানার বাউপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। দগ্ধ ট্রাক চালককে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন। পুলিশ ও ট্রাকের হেলপার সূত্রে জানা যায়, ভুট্টা নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন তারা। রাত ৩টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরিপুরের নতুন বাইপাস মোড়ে তারা চা পান করার পর ট্রাক থামিয়ে বিশ্রাম নেন। চালক ছিলেন ভেতরে আর হেলপার ছিলেন ট্রাকের উপরে। এসময় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা মেরে পালিয়ে যায়। এতে চালক রিয়াজ দগ্ধ হন।সকাল সোয়া ১০টায় দাউদকান্দি থানা পুলিশের ওসি আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। তিনি আরো জানান, এটি হরতাল সংক্রান্ত ঘটনা নয়, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য দাউদকান্দির উপজেলা নির্বাচনকে সামনে রেখে এক পক্ষ অন্যপক্ষকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।এসএস/ এমএএস/পিআর
Advertisement