জাতীয়

দেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ

দেশের ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও ক্রিকেটের সঙ্গে থাকতে চায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান। আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রিকেট দল বাংলাদেশের সম্মান বাড়িয়ে দিচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে পাশে থাকার জন্য অনেক আগে থেকেই আগ্রহী ছিল। বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের যে বন্ধনের শুভ যাত্রা হলো তা আমরা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আহসান খান চৌধুরী।তিনি বলেন, আমরা খুশি বাংলাদেশ দলের স্পন্সর হতে পেরে। আশাকরি বাংলাদেশ দল ভালো করবে। টাইগারদের জন্য শুভেচ্ছা রইলো। শুভ কামনা থাকলো। এসময় তিনি বাংলাদেশের টাইগারদের জন্য ক্রিকেটপ্রেমী মানুষের কাছে দোয়া চান।তিনি আরও বলেন, বাংলাদেশের টাইগাররা বিদেশে আমাদের সম্মান বাড়িয়ে দিচ্ছে।  প্রাণ-আরএফএল গ্রুপের মতো দেশের অনেক কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করে যাচ্ছে। ক্রিকেট এবং বিদেশে ব্যবসা পরিচালনাকারী এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে জানছে।আহসান খান চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ দেশের প্রতিষ্ঠান। দুই যুগেরও বেশি সময় ধরে আমরা ব্যবসা করছি। বিশ্বের ১০৮টি দেশে পণ্য রফতানি করছি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাণিজ্যিক ও বিপণন কমিটির চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, টপ অব মাইন্ডের সিইও জিয়া উদ্দিন আদিলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।# টাইগারদের সঙ্গী প্রাণ ফ্রুটো# টাইগারদের প্রথম বাংলাদেশি স্পন্সর প্রাণ ফ্রুটোএসএ/বিএ/এমএস

Advertisement