আইন-আদালত

ছয় মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন

ছয় মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে হবে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ ভবন ভাঙতে বিজিএমএই-এর করা সময় আবেদনের শুনানি করে রোববার এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। ভবনটি ভাঙতে তিন বছর সময় চেয়েছিল বিজিএমইএ। আদালতে আজ বিজিএমইএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। শুনানির শুরুতে তিনি তিন বছরের সময় আবেদনের ব্যাখ্যা দেন। এরপর আদালত দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক মার্কেট স্যামসাং ভবনের উদাহরণ দেন। এ সময় হুন্দাই কোম্পানির মালিকের জেলে যাওয়ার কথা উল্লেখ করে আদালত বলেন, আপনারা শেরাটন কিংবা সোনারগাঁও হোটেলে গিয়ে ভাড়া নেন। ২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছেন। কিন্তু এ সময়ের মধ্যে সরানোর কোনো চেষ্টা করেননি। এরপর ছয়মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।  এরআগে ৫ মার্চ বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ভবনটি ভাঙার জন্য তিন বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ। বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায় গত বছরের ২ জুন বহাল রেখেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ। তার পরে ৮ নভেম্বর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। রায়টির লেখক ছিলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আর বেঞ্চের অন্য বিচারপতিরা তাতে একমত পোষণ করেছিলেন।পরে ডিসেম্বরে এ রায় রিভিউ চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। এফএইচ/এনএফ/এমএস

Advertisement