তথ্যপ্রযুক্তি

ভাইবারে গোপনে গ্রুপ চ্যাট করার নতুন ফিচার

সিক্রেট মেসেজেস’ বা গোপনে গ্রুপ চ্যাট করার জন্য নতুন ফিচার চালু করেছেন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ভাইবার। এতে বন্ধুদের সঙ্গে বিনিময় করা তথ্যগুলো অন্য কেউ জানার সুযোগ পাবে না। ফিচারটি কাজে লাগিয়ে সব বন্ধুর বদলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির সঙ্গে গোপনে আড্ডা দেয়া যাবে। আবার একজনের সঙ্গে চ্যাট করে সেই তথ্য অপর কাউকে পাঠানো যাবে না। কারণ বার্তাগুলো কপি করা যাবে না। আড্ডার সময় একে অন্যের কাছে পাঠানো বিভিন্ন ফাইল বা ছবিগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। জেডএ/এমএস

Advertisement