অর্থনীতি

প্রথম ঘণ্টায় লেনদেন ১৩৩ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র  প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে টাকার অংকে লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্যকরা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকায় অংকে দেনদেন হয়েছে ১৩৩ কোটি টাকা।সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩০২ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস  ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক অপরিবর্তিত থেকে ১ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট  বেড়ে ৮ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ টাকা।এসআই/এআরএস/পিআর

Advertisement