খেলাধুলা

টাইগারদের সঙ্গী প্রাণ ফ্রুটো

সোমবার বেলা সাড়ে ১১টা। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। খাঁ খাঁ রোদ। তবুও অপেক্ষা একটি বিশেষ মুহূর্তের। একটি বিশেষ ঘটনার জন্য। হ্যাঁ ঠিক পৌনে ১২টায় এলো সেই মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক সঙ্গী হলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। ফলে এখন থেকে টাইগারদের জার্সির বুকে থাকবে প্রাণ-এর নাম।প্রাণ-এর অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে টাইগারদের সঙ্গী হয়েছে। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী হলো। সোমবার প্রাণ ফ্রুটোর নাম ও লোগো সম্বলিত নতুন জার্সি উন্মুক্ত করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাণিজ্যিক ও বিপণন কমিটির চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।এসময় অন্যদের মধ্যে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদসহ প্রাণ-আরএফএল গ্রুপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আহসান খান চৌধুরী বলেন, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী হতে পেরে প্রাণ-আরএফএল গ্রুপ আনন্দিত। আমরা ভবিষ্যতেও বাংলাদেশ দলের সঙ্গে থাকতে চাই। বাংলাদেশ দল ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।ইনাম আহমেদ বলেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ায় প্রাণ-আরএফএল গ্রুপকে কৃতজ্ঞতা। আশাকরি, প্রাণ-আরএফএল গ্রুপ ভবিষ্যতেও দেশের ক্রিকেটের উন্নয়নে টাইগারদের সঙ্গে থাকবে।আয়োজকরা বলেন, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টাইগারদের সঙ্গে থাকবে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।এর আগে, ২০১৩ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হয়েছিল প্রাণ-আরএফএল গ্রুপ।জানা গেছে, টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপরে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি-২০ খেলবে পাকিস্তান।সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও, এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি। প্রসঙ্গত, দেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ডের মাধ্যমে এ সুযোগ পেল প্রাণ ফ্রুটো।

Advertisement

 এসএ/বিএ/এমএস/একে/আরআই## টাইগারদের প্রথম বাংলাদেশি স্পন্সর প্রাণ ফ্রুটো