স্বাস্থ্য

দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বিএমএ নেতার বৈজ্ঞানিক প্রবন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ডা. আবুল হাশেম খান।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ও কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন অব এশিয়া অ্যান্ড ওশেনিয়া (সিএমএএও) আয়োজিত তিন দিনব্যাপী বায়ুদূষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি বায়ুদূষণ : বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।ওই প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কেতন দেশাই, আইএমএর জাতীয় সভাপতি ডা. কে কে আগারওয়াল ও অনারারি সেক্রেটারি জেনারেল ডা. আর এন টেন্ডন। বিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রবন্ধে বাংলাদেশের বায়ুদূষণ, স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে করণীয় ও সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএমএ সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন খলিফা, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. আবুল হাসেম খান গত বৃহস্পতিবার (৯ মার্চ) নয়াদিল্লি গমন করেন।এমইউ/বিএ/জেআইএম

Advertisement