জাতীয়

১২ এপ্রিল: এক নজরে সারাদিনের খবর

খালেদাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কার্ড পাঠিয়ে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।বাজেট অধিবেশনে জামায়াতের বিচারের আইন সংশোধনএকাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াতে ইসলামীর বিচার করতে আগামী বাজেট সেশনের শেষের দিকে সংসদে এ-সংক্রান্ত আইনের সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১২৬তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।‘শেরপুর কলঙ্কমুক্ত দিবস’ পালনের ঘোষণা শহীদ স্বজনদেরযুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় দিনটিকে ‘শেরপুর কলঙ্কমুক্ত দিবস’ হিসেবে ঘোষণা করেছে শহীদ পরিবারের সদ্যস্যরা। ‘শহীদ স্বজন-৭১` সভাপতি ও শহীদ গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন তালুকদার এমন কথা জানিয়েছেন।সিটি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : সেতুমন্ত্রীইতোপূর্বে অনুষ্ঠিত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি, এবারও ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বচনে করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার চট্টগ্রামের আনোয়ারায় আরবান আলী সড়ক পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।আব্বাসের আগাম জামিন আবেদনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন। রোববার আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠিতিন সিটি নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ চিঠি দেওয়া হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম নিশ্চিত করেছন।খালেদার বিরুদ্ধে পত্রিকায় সমন বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশসোনালী ব্যাংকের করা ড্যান্ডি ডাইংয়ের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পত্রিকায় সমন জারির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস খালেদা জিয়াসহ চারজনের বিরদ্ধে এ আদেশ দেন। এছাড়া ইস্যু গঠনের জন্য ১৭ মে দিন ধার্য করেন।শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি, জিডিশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।রায়পুরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত, সড়ক অবরোধট্রাকচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন মৃধা (২২) নিহত ও শাওন নামে আরেক নেতা আহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একে/আরআইপি

Advertisement