গণমাধ্যম

ইমার নব নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) দ্বিতীয় নির্বাচনে জয়ীদের দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।    শনিবার রাজধানীর দ্যা অ্যান্ট্রেন্স রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব হস্তান্তর করা হয়।এর আগে গত ৪ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত নির্বাচনে সময় টেলিভিশনের আক্তার হোসেন বাবু সভাপতি পদে এবং একুশে টেলিভিশনের আনিসুর রহমান তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার আহমেদ এ ফল ঘোষণা করেন।২১ সদস্যের এ কমিটি আগামী দুইবছর সংগঠন পরিচালনা করবে। পর্ষদের ১২টি পদের মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।যুগ্ম-সাধারণ সম্পাদক দুটি পদে মোহনা টিভির তাসলিম চৌধুরী এবং এটিএন বাংলার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাংলা ভিশনের রাহাতুজ্জামান রাহাত, মহিলাবিষয়ক সম্পাদক ডিবিসির সোহানা ইসলাম ইমপা নির্বাচিত হয়েছেন ।অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভির সায়েম সামাদ, চ্যানেল আইয়ের হাফিজুর রহমান মুন্টু, যমুনা টিভির এএইচ রাজু।এছাড়াও অর্থ সম্পাদক ডিবিসি টিভির রাকিবুল হাসান, প্রচার সম্পাদক মোহনা টিভির ইলিয়াস হোসাইন, ক্রীড়াবিষয়ক সম্পাদক বৈশাখী টিভির রাশেদ সীমান্ত, আইনবিষয়ক সম্পাদক মাই টিভির মো. হাসান ইমাম এবং দফতর সম্পাদক হয়েছেন জি-টিভির শহিদুল ইসলাম।অন্যদিকে সংগঠনের কার্যকরী সদস্য হয়েছেন এনটিভির মাহফুজ আলম, বিজয় টিভির এস বি বাবুল, মাছরাঙ্গার আব্দুস সামাদ, এটিএন বাংলার আব্দুল মালেক, চ্যানেল আইয়ের জিয়াউর রহমান সুমন, জি-টিভির শাহিনুল হক, একাত্তর টিভির আহমদ মোহসিন। এএস/জেডএ/এমএস

Advertisement