গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের শুরু পর্যন্ত দেশের বাইরেই বেশিরভাগ সময় কাটিয়েছেন চির সবজু গায়ক কুমার বিশ্বজিৎ। এই সময়ে তিনি বিভিন্ন দেশে স্টেজ শো’র পাশাপাশি সপরিবারে ঘুরেও বেড়িয়েছেন। চলতি মাসের ১০ তারিখ দেশে ফিরে নিজের পেশাগত কাজে আবারও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। এবার সবচেয়ে বেশি ব্যস্ততা আর একাগ্রতায় মগ্ন আছেন কুমার বিশ্বজিৎ দ্বিতীয়বারের মতো একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ নিয়ে। এর আগে বাণিজ্যিক ছবির সংগীত পরিচালনা করলেও এবারই প্রথম তিনি সরকারি অনুদানের ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন। ছবির নাম ‘সুতপার ঠিকানা’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান। ছবিতে মোট গান থাকবে ছয়টি, যার মধ্যে দুটি থাকবে সংগ্রহ আর বাকি মৌলিক চারটি গান লিখেছেন ছবির পরিচালক প্রসূন রহমান নিজেই। ‘সুতপার ঠিকানা’ ছবিটি মূলত মেয়েদের জন্মলগ্ন থেকে শেষ বয়স পর্যন্ত ধাপগুলোর গল্প। কুমার বিশ্বজিৎ জানান, ছবিতে সামিনা চৌধুরী, ন্যান্সিসহ আরও বেশ ক’জন গান গাইবেন। সরকারি অনুদানের ছবির সংগীত পরিচালনা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, যেহেতু নারীদের জীবন প্রবাহ’র ওপর ভিত্তি করে ছবিটির গল্প এগিয়ে যাবে তাই সিচ্যুয়েশনাল গানই আমাকে করতে হবে। মূলত আশির দশকের পটভূমি নিয়ে শাশ্বত বাংলা গান, সত্যিকারের বাংলা করারই চেষ্টা করছি। আমি খুব কৃতজ্ঞ পরিচালক প্রসূন রহমানের কাছে যে তিনি অনেকের মধ্য থেকে আমাকে অনেক ভাল এবং অনেক বড় একটি কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কুমার বিশ্বজিৎ জানান, ছবির গানের সকল কাজে তাকে সহযোগিতা করবেন শিল্পী কিশোর। সেপ্টেম্বরের মধ্যেই সবগানের কাজ শেষ করবেন কুমার বিশ্বজিৎ। উল্লেখ্য, তিনি প্রথম কোন ছবির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পিএ কাজল পরিচালিত ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ছবির। ২০১০ সালে তিনি এই ছবিতে কাজ করার জন্য শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক এবং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এদিকে তার সর্বশেষ একক অ্যালবাম ‘প্রিয় অনুভব’ শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ঈদের আগেই তার নতুন এই অ্যালবামটি কলকাতার শ্রোতাদের হাতেও তুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ।
Advertisement