রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ৬ জন ভুয়া সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলো মো. জাহাঙ্গীর আলম, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, মো. রনি, মো. ইব্রাহীম ও মো. শাখাওয়াত হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করতো। লোকজনকে জোর করে গাড়িতে তুলে মূল্যবান জিনিসপত্র কেড়ে নিতো এবং সুযোগ বুঝে ফাঁকা কোনো স্থানে ফেলে রেখে যেতো।এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এছাড়া শুক্রবার রাতে পৃথক আরেকটি অভিযানে রাজধানীর ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর থানা এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ ৪ জনকে আটক করা হয়। এআর/এআরএস/এমএস/জেআইএম
Advertisement