খেলাধুলা

‘শুধু রক্ষণাত্মক ব্যাটিং নয়, রানও করতে হবে’

সাকিব আল হাসানের ব্যাটিং স্টাইল কেমন? বিশেষ করে টেস্টে? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সবাই বলবেন, তার ব্যাটিং স্টাইল তো আক্রমণাত্মক। একান্তই নিজের মত। কখন, কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হবে সেটা বাছ-বিচার না করেই ব্যাট চালান সাকিব। নিজের ইচ্ছেমত খেলতে গিয়ে উইকেটও দিয়ে আসেন। দলকে ফেলে আসেন কঠিন বিপদের মুখে। এমন নজির তো তিনি ইদানিং বেশ স্থাপন করছেন।গল টেস্টের শেষ দিনে ম্যাচ কী বাংলাদেশ বাঁচাতে পারবে? এ প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। তবে এ জন্য যে সাকিবের মত ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সাকিব আল হাসান আসলে কঠিন এই মুহূর্তগুলোতে কী করবেন? নিজের চিরাচরিত ইচ্ছা অনুযায়ী ব্যাট করবেন নাকি দলের প্রয়োজনকে মাথায় রাখেবন?এমন প্রশ্ন যখন উঠছে, তখন সাকিব নিজেই জানালেন, তিনি আক্রমণাত্মক হবে। নিজেই শুধু আক্রমণাত্মক হবেন না তা নয়, প্রকারান্তরে দলের বাকি ব্যাটসম্যানদেরও আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিলেন। সাকিব বলেন, ‘শুধু রক্ষণাত্মক ক্রিকেট খেললেই হবে না, সঙ্গে রানও করতে হবে।’ চতুর্থ দিন শেষ বিকেলে সৌম্য সরকারের উদাহরণ টেনে সাকিব বলেন, ‘আজ যেমন করেছে সৌম্য। খুব হাত খুলে না খেললেও সৌম্য রানের চাকা সচল রেখেছে।’ আক্রমণাত্ম হওয়ার কিছু সুবিধাও বর্ণনা করলেন সাকিব। জানালেন, এতে করে আত্মবিশ্বাস অটুট থাকে। তিনি বলেন, ‘এতে করে আত্মবিশ্বাসটা অটুট থাকে। মানসিক চাপ আসে না। প্রতিপক্ষ বোলাররাও হতোদ্যম হয়ে পড়ে। আমার মনে হয়, তামিম এবং সৌম্য আজ যেভাবে খেলেছে, সেটাই হতে পারে বাকি ব্যাটসম্যানদের অনুপ্রেরণার উৎস। বাকি ব্যাটসম্যানরা ঠিক এভাবে খেললেই হয়তো আর সমস্যা হবে না।’এআরবি/আইএইচএস/এমএস

Advertisement