গল টেস্টের চারদিন চলে গিয়েছে। টেস্টের ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে, এখনও বলা মুস্কিল। বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, এখনও করতে হবে ৩৯০ রান। হাতে পুরো ১০ উইকেট এবং পুরো একটা দিন বাকি থাকলেও ৩৯০ রান করা আদৌ সম্ভব নয়, এটা সবারই জানা। তারওপর, টেস্টের শেষ দিন, চতুর্থ ইনিংসে। আবার বৃষ্টির চোখ রাঙানি তো আছেই। তৃতীয় এবং চতুর্থ দিনের মত শেষ বিকেলে খেলা বন্ধ করে দিতে হলে তো ড্র করা ছাড়া কোনো উপায়ই নেই। সে ক্ষেত্রে ম্যাচটি নিয়ে আগাম ভবিষ্যদ্বানী এটাই করা যায় যে, ড্র হবে; কিন্তু শেষ দিন যদি শ্রীলঙ্কান স্পিনাররা ভেলকি দেখাতে শুরু করে! তাহলে, স্বাগতিকদেরই জয়ের সম্ভাবনা খুব বেশি। যদিও বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, এই টেস্টের আদর্শ ফল হতে পারে ড্র; কিন্তু কাজটা যে খুব কঠিন, তা ভালো করেই জানেন সাকিব। সেটাও স্বীকার করে নিয়েছেন তিনি। বিশেষ করে লঙ্কান স্পিনারদের মোকাবেলা করে টেস্টকে ড্র পর্যন্ত নিয়ে যাওয়াটা হবে খুব কঠিন। সাকিব জানেন, এই টেস্ট জেতার আর কোনো সম্ভাবনা নেই। সুতরাং, তার মতে, আমাদের আদর্শ ফল হতে পারে, ড্র।চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেন, ‘এই ম্যাচের আদর্শ ফল হতে পারে ড্র। পঞ্চম দিনের উইকেট খুব সহজ হবার কথা নয় এবং শ্রীলংকান তিন স্পিনার দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, লক্ষ্ম সান্দাকানরা আপ্রাণ চেষ্টা করবে বল ঘোরাতে। তাই আমার মনে হয় না কাজটা (ড্র) খুব সহজ হবে।’সাকিব আশাবাদী হতে পারছেন শুধুমাত্র পুরো ১০ উইকেট হাতে থাকার কারণে। তিনি বলেন, ‘যেহেতু আমাদের হাতে পুরো ১০ উইকেট আছে, তাই আমি বিশ্বাস করি- আমাদের সামর্থ্যের সেরাটা খেলতে পারলে ম্যাচ ড্র করা সম্ভব।’এতুটু বলেই সাকিব সঙ্গে একটা শর্ত জুড়ে দেন। বলেন, ‘কাল (শেষ দিন) প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। সে সঙ্গে প্রথম সেশনও। যদি লাঞ্চ পর্যন্ত আমরা বিনা উইকেট কিংবা সর্বোচ্চ এক উইকেটও হারিয়ে থাকতে পারি, তাহলে আমার মনে হয় ম্যাচ বাঁচানো সহজ হয়ে যাবে।’ এআরবি/আইএইচএস/এমএস
Advertisement