খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : টিকেট পাওয়া যাবে ইউসিবিতে

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব গুলো ম্যাচের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।ঢাকায় ইউসিবির মিরপুর রোড, বসুন্ধরা, বিজয়নগর ও মিরপুর শাখায় টিকেট পাওয়া যাবে। এর মধ্যে মিরপুর শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। মিরপুর রোড, বসুন্ধরা ও বিজয়নগর শাখায় ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে।খুলনার খান জাহান আলী ও খুলনা প্রধান শাখায় টিকেট পাওয়া যাবে। খান জাহান আলী শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে খুলনা প্রধান শাখা থেকে।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই মাঠেই হবে তিনটি ওয়ানডে, একমাত্র টি-টোয়েন্টি ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট।মিরপুরের ওয়ানডে ও টি২০ ম্যাচের টিকিটের দাম:হসপিটালিটি বক্স/কর্পোরেট বক্স: তিন হাজার টাকাবিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর): দুই হাজার টাকাগ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজারভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকাশহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকাউত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকাপূর্ব স্ট্যান্ড: ১০০ টাকাখুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের টিকিটের দাম:বিসিবি কর্পোরেট বক্স: এক হাজার টাকাগ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম/পূর্ব: ৩০০ টাকাআন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকাক্লাব হাউজ: ৭৫ টাকাপশ্চিম গ্যালারি: ৫০ টাকাপূর্ব গ্যালারি: ২০ টাকামিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকিটের দাম:হসপিটালিটি বক্স/কর্পোরেট বক্স: এক হাজার টাকাবিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর): এক হাজার টাকাগ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকাভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকাশহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকাউত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৫০ টাকাপূর্ব স্ট্যান্ড: ২০ টাকাএমআর/আরআই

Advertisement