বাজারে এসেই মন্দার কবলে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের নতুন প্রতিষ্ঠান জাহিন স্পিনিং। প্রাইমারি মার্কেটে চাঙ্গাভাব থাকলেও ভিন্নচিত্র সেকেন্ডারি মার্কেটে। লেনদেন শুরুর ১১ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর কমেছে ১০ টাকা ৮০ পয়সা বা ৪০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দেশের উভয় শেয়ারবাজারে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় মূলধন উত্তোলনের পর ২৫ মার্চ সেকেন্ডারি মার্কেটে জাহিন স্পিনিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার কোনো প্রিমিয়াম ছাড়া ইস্যুমূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা। আইপিও প্রক্রিয়ার আনুষ্ঠানিকতার পর জাহিন স্পিনিংয়ের প্রতিটি শেয়ার লেনদেন শুরুর প্রথম কার্যদিবসে (২৫ মার্চ) শেয়ার দর ছিল ২৭ টাকা।ধারাবাহিক দর পতনের ১৬ টাকায় নেমে আসে প্রতিষ্ঠানটি শেয়ার মূল্য। সর্বশেষ ৯ এপ্রিল শেয়ারের লেনদেন হয়েছে ১৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল মোট ১১ কার্যদিবসে জাহিন স্পিনিংয়ের মূল্য খোয়া গেছে ১০ টাকা ৮০ পয়সা বা ৪০ শতাংশ। এর আগে আইপিও আবেদনে ব্যাপক সাড়াও পায় বিনিয়োগকারীদের কাছ থেকে। পুঁজিবাজারে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা মূলধন উত্তোলনের বিপরীতে প্রায় ৭৪ গুণ বা ৮৮৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়ে। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এমটিবি ক্যাপিটাল লিমিটেড।এদিকে জাহিন স্পিনিং ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই ২০১৪- সেপ্টেম্বর ২০১৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকের তিন মাস প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে এক কোটি ১৩ লাখ টাকা। আর বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা।কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে কমছে বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস)। ২০১১ সালে বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৬৮ পয়সা। ২০১২ তা নেমে আসে ১ টাকা ৪৬ পয়সায়। ২০১৩ তে আরও নেমে দাঁড়ায় ৫৬ পয়সায়। প্রতিষ্ঠানটির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসেব বছরে কর-পরবর্তী মুনাফা হয় ২ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ২০১২ সালে ছিল ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। ২০১১ সমাপ্ত বছরে ছিল ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। জাহিন স্পিনিং এর মোট শেয়ারের ৪৪ দশমিক ৩৯ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৮ দশমিক ৯৪ শতাংশ এবং বাকি ১৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৮০ লাখ টাকা এবং কোম্পানির রিজার্ভ ৭ কোটি ৮৬ লাখ টাকা।এসআই/বিএ/এমএস
Advertisement