জাতীয়

হাঁটবে মানুষ হাসবে পথশিশু

মানুষ মানুষের জন্যজীবন জীবনের জন্যএকটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাও বন্ধু….। ভুপেন হাজারিকার কালজয়ী এ গান মানবের কথা বলে, মানুষের প্রতি ভালোবাসার কথাই মনে করিয়ে দেয়। সভ্যতার বিকাশে মানুষের দায় বাড়ছে প্রতিনিয়ত। বাড়ছে মানুষে মানুষে ব্যবধানও। অগ্রযাত্রার এমন দিনেও মানুষ অভুক্ত থাকে, অর্ধাহারে থাকে। রাত কাটে খোলা আকাশের নিচে।মানুষে মানুষে এ ব্যবধান কমিয়ে আনতে আবার মানুষেরই মানবিক হয়ে ওঠার হাজারো গল্পও আছে। যে গল্প মানুষের দুঃখ ভোলায়, যে গল্প মানুষকে আপন করার সেতু বানায়।এমনই এক গল্পকথা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন’ হাঁটার প্রতিযোগিতা। ১০ মার্চ বিকেল ৪টায় হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঝিল পাড়ের বেগুনবাড়ি ঘাট থেকে এ প্রতিযোগিতার দূরত্ব হবে ৫ কিলোমিটার। ওয়াকাথনে অংশগ্রহণকারী প্রতিযোগী যতো বেশি হবে ততো বেশি অর্থ যোগ হবে পথশিশু সাহায্য তহবিলে। তহবিলের অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ প্রোগ্রামে।প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার এবং অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট এবং সার্টিফিকেট দেয়া হবে।প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জুবায়ের আয়োজন সম্পর্কে বলেন, আজকের শিশুই আগামীর সম্ভাবনা। কিন্তু এ সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। পথেঘাটেই যাদের থাকা, বেড়ে ওঠা। এই পথশিশুদের সাহায্যে কিছু করার জন্যই ‘প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন’ হাঁটার প্রতিযোগিতা।তিনি বলেন, আয়োজনের সব অর্থই যাবে পথশিশু সাহায্য তহবিলে। তহবিলে অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ (Bidyanondo) ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ প্রোগ্রামে। অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ততা ও উদ্যমে হাসি ফুটুক আরও কিছু নিষ্পাপ মুখে। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.prandwwalkathon.com এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে 2323 নম্বরে এসএমএস করুন PRANName Phone Number District (Ex- PRANSajid 017*******Dhaka)এএসএস/এএইচ/পিআর

Advertisement