অর্থনীতি

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। এনিয়ে উভয় বাজারে টানা চার কার্যদিবস মূল্যসূচক বাড়লো। এর আগে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ১ হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বাজারটিতে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি থাইয়ের ৩৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল। লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, অগ্রণী ইন্স্যুরেন্স, এপোল ইস্পাত, সিএমসি কামাল এবং সেন্ট্রাল ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৩ পয়েন্টে। বাজারটিতে ৬৪ কোটি ২৪ লাখ টাকর শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ২০ কোটি ৩ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৪২টির দাম। এমএএস/জেএইচ/পিআর

Advertisement