আন্তর্জাতিক

হংকংয়ে ৫০০ আন্দোলনকারী গ্রেফতার

হংকং এ গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনিভাবে রাজপথে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত মঙ্গলবার প্রায় দশ হাজার আন্দোলনকারী র‌্যালি করার পর এই সমাবেশে অংশ নেয়। ওই র‌্যালিকে এক দশকের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক র‌্যালি বলে অভিহিত করা হয়েছে।১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে চীনের অধিকারে আসার দিনটি স্মরণ করেই হংকংয়ে আয়োজিত বার্ষিক র‌্যালিতে সম্পূর্ণ নির্বাচনী স্বাধীনতার দাবি জানিয়েছে হংকং। আয়োজকদের দাবি প্রায় ৫ লাখ ১০ হাজার মানুষ ওই র‌্যালিতে অংশ নিয়েছেন। অপরদিকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৯৮ হাজার ৬শ’ জন ওই র‌্যালিতে অংশ নিয়েছিলেন।প্রধান র‌্যালি শেষ হওয়ার পরে শত শত আন্দোলনকারী প্রতিবাদ জানাতে রাজপথে বসে পড়েন। রাজপথ দখল করাকে অননুমোদিত উল্লেখ করে বুধবার সকালের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ শুরু করা হয় বলে জানানিয়েছে পুলিশ।আন্দোলনকারীদের ওই এলাকা থেকে সরাতে মোট ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ৩৫১ জন পুরুষ ও ১৬০ জন নারী। এদিকে, সরকার রাজনৈতিক সংস্কারের ঐক্যমতকে কঠোরভাবে দমনের চেষ্টা করছে বলে মঙ্গলবার সকালে অভিযোগ করেছিলেন হংকংয়ের নেতা সিওয়াই লিউং।গণতান্ত্রিক উন্নয়নের বিষয়টি হংকং এ মতপার্থক্য তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিষয়টি আন্দোলনকারী ও চীন সরকারের মধ্যেও উত্তেজনা তৈরি করবে বলে ধারণা করছেন তারা।প্রধান নির্বাহী হিসেবে পরিচিত নগররাষ্ট্রটির নেতা নির্বাচনে হংকংয়ের জনসাধারণের মতামতকেই গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা।অন্যদিকে নগররাষ্ট্রটির ২০১৭ সালের নির্বাচনে সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করলেও প্রার্থী নির্বাচনে একটি কমিটির সমর্থন নেওয়ার কথা জানিয়েছে চীন।কিভাবে হংকং এর পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচন করা হবে তা ঠিক করতে গত জুনে একটি বেসরকারি গণভোটের আয়োজন করা হয়েছিল। এই গণভোটে প্রায় ৮ লাখ ভোটার অংশ নিয়েছেন। ওই গণভোটকে প্রহসন বলে উল্লেখ করেছিল চীন সরকার।

Advertisement