খেলাধুলা

বৃষ্টির শঙ্কায় চা বিরতির ৪ মিনিট আগে খেলা বন্ধ

গলের আকাশে মেঘ। যে কোন মুহুর্তে বৃষ্টি আসতে পারে। পশ্চিম আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। দক্ষিণ দিকটা একমাত্র মেঘমুক্ত। পূর্ব দিকেও মেঘের ঘনঘটা। বৃষ্টির আশঙ্কায় পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এদিকে সূর্য ঢাকা পড়েছে আগেই। মেঘে ঢাকা গলে বৃষ্টি শুরুর আগেই আম্পায়াররা খেলা বন্ধ করে দিলেন। ঠিক চা বিরতির  ঠিক এক ওভার আগেই মাঠ কর্মীরা কভার নিয়ে হুর মুর করে ঢুকে গেলেন মাঠে।

Advertisement

তবে মজার বিষয় হলো আউট ফিল্ড ঢাকা পড়লেও বাংলাদেশ সময় বিকেল তিনটা ১২ মিনিট পর্যন্ত উইকেটের ওপরে কভার দেয়া হয়নি। কভার হাতে মাঠ কর্মীরা দাঁড়ানো। কারণ তখনো যে বৃষ্টি শুরু হয়নি। ভারত মহা সাগরের পাশে গল স্টেডিয়াম। এখানে পাসিং শাওয়ার বা ঝিরঝিরে বৃষ্টিই বেশি হয়। এই ভেবে আগে ভাগে চা বিরতি দিয়ে দেয়া। এআরবি/এমআর/পিআর