দেশজুড়ে

মহাসড়কে বাজার, বাড়ছে দুর্ঘটনা

ঝিনাইদহ জেলাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোর যানবহন ও পথচারী চলাচলের দূরত্ব ক্রমেই কমছে। সড়কগুলোর উপর নতুন নতুন হাট-বাজার গজিয়ে উঠায় সাপ্তাহিক হাটের দিনগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে এই দূরত্ব কমেছে বলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। বিশেষ করে দ্রুতগামী পরিবহনগুলো এক ঘণ্টার রাস্তা দুই ঘণ্টায় পার হয়। সরেজমিনে দেখা গেছে, দশমাইল বাজার, ডাকবাংলা বাজার, বৈডাঙ্গা বাজার, হলিধানী বাজার, তেঁতুলতলা বাজার, বিষয়খালী বাজার, হাটগোপালপুর বাজার, ভাটই বাজার, গাড়াগঞ্জ বাজার, চড়িয়ারবিল বাজার, শেখপাড়া বাজার, মদনডাঙ্গা বাজার এবং বারবাজার এসব পুরাতন হাটের ব্যাপক প্রসার ঘটায় জনগণের চলাচল করা অসহনীয় হয়ে উঠছে। সেই সঙ্গে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। প্রতিটি বাজারের পাশেই আছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ করে হাটের দিনে কোমলমতি শিশু-কিশোররা রাস্তা পারাপারের সময় ছোট বড় যেকোনো দুর্ঘটনায় শিকার হয়। অথচ এ সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। ভুক্তভোগীরা মনে করেন, প্রশাসন যদি সাপ্তাহিক হাটের দিন যানজট নিরাসনের ব্যবস্থা গ্রহণ করেন তবে দুর্ঘটনা থেকে পথচারীরা রেহাই পাবেন।এমজেড/বিএ/এমএস

Advertisement