অর্থনীতি

শক্তিশালী পুঁজিবাজার গঠনে বন্ড মার্কেট সচলের তাগিদ আইএমএফের

বাংলাদেশে শক্তিশালী পুঁজিবাজার গঠনে বন্ড মার্কটকে সচল করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে বলা হয় জাতীয় বাজেটের অর্থায়নে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার। এই নীতির পরিবর্তন করতে হবে। বাজেটের অর্থায়নে দীর্ঘ মেয়াদী পদক্ষেপ প্রয়োজন। এ জন্য সরকারকে বন্ডের প্রতি জোর দিতে হবে। একই সঙ্গে পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ বাড়াতে বন্ড মার্কেটকে সচল করতে হবে।বর্তমানে সঞ্চয়পত্রে অধিক সুদহার রয়েছে। এতে করে সরকারের খরচ বেড়ে যাচ্ছে। আগামীতে এটা নিয়ন্ত্রণে সরকারকে বন্ড মার্কেটের উপর বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে আইএমএফ। ২০০৫ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সরকারি ট্রেজারি বন্ডের তালিকাভুক্তি শুরু হয়। বর্তমানে ডিএসইতে ২২১টি তালিকাভুক্ত ট্রেজারি বন্ড রয়েছে। যার বাজার মূলধন প্রায় ৫৪৯ বিলিয়ন টাকা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সফরতর আইএমএফ এর প্রতিনিধি দলের প্রধান ব্রেইন এইতকেন। এর আগে প্রতিনিধি দলের সদস্যরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসআই/এমএমজেড/জেআইএম

Advertisement