দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের ধীরগতির কারণে আতঙ্কে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। রোববার সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকে ডিএসইর ওয়েবপেজ খুলতে অনেক সময় লাগছে। এছাড়া বাজারের হাল নাগাদ তথ্য পেতেও অনেক সময় লাগছে। এতে বিনিয়োগকারীদের পাশাপাশি হাউজ কর্মকর্তারাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ ও প্রকাশনা কর্মকতা মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটের উন্নত ভার্সন চালু করা হয়েছে। সম্ভবত এ কারণে ওয়েবসাইট কিছুটা ধীরগতি। তবে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।এসআই/বিএ/পিআর
Advertisement