দেশজুড়ে

জয়পুরহাটে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা

জয়পুরহাট সদর উপজেলার পাটেরপুকুর গ্রামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগ সমর্থিত ১০টি পরিবারের উপর হামলা করেছেন। জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতা-কর্মী প্রায় দুই ঘণ্টাব্যাপী হামলা চালিয়ে এসব বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।জামায়াত-শিবিরের কর্মীদের বেধড়ক পিটুনিতে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ফলে ওই এলাকার জনগণের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। শনিবার দুপুরের পর এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।  একই সাথে জামায়াত-শিবির ক্যাডাররা গ্রামের আওয়ামী লীগ সমর্থক শাহাদৎ হোসেন, একবর আলী, রফিকুল ইসলাম, তৈবর হোসেন, এরশাদ আলীসহ কমপক্ষে ১০ জনের বাড়িতে ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন। তাদের মারপিটে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন ওই গ্রামের রওশন আরা (৬৫), তানজিনা খাতুন (৩৪), কুলসুম বেগম (২৮), ইসাহাক আলী (৪০) ও শাহাদৎ হোসেন (২৯)। ক্ষতিগ্রস্তরাসহ এলাকাবাসী জানান, গতকাল জামায়াত নেতা শাহ আলমকে গ্রেফতারের পর তাকে ছিনিয়ে নেন জামায়াত-শিবির কর্মীরা। এ সময় ডিবি পুলিশের ওসিসহ পাচজন পুলিশ সদস্য আহত হন। ওই জামায়াত নেতাকে গ্রেফতারের ঘটনায় গ্রামবাসী পুলিশকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ তুলে জামায়াত-শিবিরের স্বশস্ত্র ক্যাডাররা পাটেরপুকুর গ্রামে হামলা চালান।জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে জামায়াত-শিবির ক্যাডাররা পালিয়ে যান। আহতদেরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে ওই এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এমজেড/বিএ/পিআর

Advertisement