প্রতারণা করে জাপানে দুই বাংলাদেশিকে দিয়ে ফুকুশিমা পরমাণু চুল্লীয় তেজস্ক্রিয় দূষণ দূর করার কাজ করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তাদের প্রতিশ্রুতি দেয়া হয়, এ কাজ করলে আরো দীর্ঘ সময় তারা দেশটিতে অবস্থান করতে পারবেন। ২০১১ সালের মার্চে সুনামির আঘাতে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপর ওই তেজস্ক্রিয়তা দূরীকরণের কাজপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ওই কাজের জন্য কর্মী পেতে বেগ পেতে হয়। জাপানের চুনিচি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বিচার এড়াতে ওই দুই বাংলাদেশি ২০১৩ সালে জাপান পৌঁছান। এরপর যে প্রতিষ্ঠানের অধীনে তারা কাজ শুরু করেন সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, তারা যদি তেজষ্ক্রিয় দূষণ দূর করার কাজ করেন তবে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। চুনিচি বলছে, ওই দুই বাংলাদেশির একজনের নাম মনির হোসেন। মনির চুনিচিকে বলেছেন, ভিসা নিয়ে আমাদের যা বলা হয়েছিল আমরা সেটা বিশ্বাস করেছিলাম কারণ, এ কাজটা জাপানিদের কেউ করতে চায় না। ওই পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তার প্ল্যান্ট থেকে ৫০ কিলোমিটার দূরে লিতাতে গ্রামে এ কাজ করেছিলেন। বিদেশি কর্মীদের বিষয়ে জাপানে কড়াকড়ি থাকলেও আশ্রয়প্রার্থীরা সেখানে কাজের সুযোগ পান। রয়টার্স। এনএফ/আরআইপি
Advertisement