আন্তর্জাতিক

বাজারে আসছে নাইকির হিজাব

মুসলমান নারী অ্যাথলেটদের জন্য হিজাব তৈরির ঘোষণা দিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১৮ সালে বাজারে আসবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির হিজাব। বিবিসি ও ভয়েস অব আমেরিকা।নতুন এ হিজাবটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে সেটি মুসলিম অ্যাথলেটদের খেলাধুলা আরো আরামদায়ক করবে। নাইকি বলছে, একবছর ধরে তারা এ হিজাব নিয়ে কাজ করছে। স্টোর্টিং হিজাব বাজারে আগে থেকেই থাকলেও এই প্রথম নাইকির মতো কোনো বড় প্রতিষ্ঠান মুসলিম নারীদের জন্য প্রয়োজনীয় এ পণ্যটি আনার ঘোষণা দিলো।এতদিন স্পোর্টিং হিজাব তৈরিতে নেতৃত্ব দিয়েছে ক্যাপস্টার্স এবং রিস্পোর্টঅনের মতো ছোট প্রতিষ্ঠানগুলো। গেল মাসে নাইকি পরীক্ষামূলক একটি বিজ্ঞাপন তৈরি করে মধ্যপ্রাচ্যের কিছু নারী এ্যাথলেটদের তা পরিয়ে। নাইকি মুখপাত্র মেগান সালফেল্ড আল আরাবিয়া ইংলিশকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এই হিজাবের ধারণা এসেছে মুসলিম নারী অ্যাথলেটদের সরাসরি অনুরোধের পর। এনএফ/আরআইপি

Advertisement