গাঁজা নিয়ে এতদিন যাবত যতো কু-কথা রটেছে, তাকে গাঁজাখুরি প্রমাণ করে ছাড়লো যুক্তরাষ্ট্রের একটি নতুন গবেষণা। এই গবেষণা বলছে, গাঁজাতেই মিলবে মুক্তি! ক্যান্সারের মতো মারণব্যাধি রুখতেই গাঁজা গাছের রস দারুণ কার্যকর বলে জানা গেল এই গবেষণা থেকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ অ্যাবিউস সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, গাঁজা গাছের নির্যাস ক্যান্সার কোষকে মেরে ফেলে। রেডিয়েশন থেরাপির সঙ্গে এই নির্যাস প্রয়োগ করলে থেরাপি কাজ করে আরো বেশি। এমনকি বেশ কঠিন ধরণের টিউমার কোষের বৃদ্ধিও গাঁজার নির্যাস ঠেকিয়ে রাখে বলে জানা গেছে এই গবেষণা থেকে। প্রাথমিকভাবে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এই চমকপ্রদ ফলাফল মিলেছে বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনসহ বেশ কিছু স্টেটে গাঁজা বৈধ। অনেকেই ঘরের বারান্দায় টবে গাঁজার চাষ করে থাকেন সেখানে। এই নতুন আবিষ্কার নিশ্চয়ই গাঁজার ব্যাপারে নতুন করে ভাবতে উৎসাহ দেবে অন্যান্য জায়গাতেও।এসআরজে
Advertisement