খেলাধুলা

‘বার্সা হারলে আমার ঘুম ভালো হয়’

প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলে নাপোলির বিপক্ষে ৬-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের হয়ে একটি গোল করেছেন সার্জিও রামোস।নিজ দলের শেষ আটের খেলা নিশ্চিত হওয়ার খুশি রামোস। ম্যাচ শেষে রিয়াল ডিফেন্ডার জানালেন, আজ পিএসজির কাছে বার্সেলোনা হারলে আরও বেশি খুশি হবেন। বার্সা হারলে নাকি রামোসের ঘুমটা অনেক ভালো হয়।রিয়াল ও বার্সা; দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে এই দ্বৈরথ চোখে পড়ার মতোই। দুই দলের খেলোয়াড়দের মধ্যেও চলে প্রতিদ্বন্দ্বিতা। কথায় লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে দেয়ার নন। রিয়ালের সার্জিও রামোস ‘ইট’ মারলে ‘পাটকেল’ নিয়ে প্রস্তুত থাকেন বার্সার জেরার্ড পিকে। এভাবেই চলে বাকযুদ্ধ...।হ্যাঁ, পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরে বার্সা যখন খাদের কিনারে; ‘ইট’ মারলেন রামোস। বললেন, ‘আমি খুবই খুশি হব, যদি বার্সেলোনা হেরে যায় (পিএসজির কাছে)। আর সেটা হলে আমার ঘুমটা অনেক ভালো হবে।’এ তো রামোসের ‘ইট’; পিকে হয়তো ‘পাটকেল’ নিয়ে প্রস্তুত হচ্ছেন। পিএসজিকে হারিয়ে বার্সা যদি কোয়ার্টারের খেলা নিশ্চিত করতে পারে, তাহলে সেই পাটকেলটাই বোধ হয় খেতে হচ্ছে রিয়াল ডিফেন্ডার রামোসকে।এনইউ/জেআইএম

Advertisement