ফিচার

নগরে বর্ষবরণের প্রস্তুতি (ছবিতে দেখুন)

পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। বাংলাদেশের মানুষের স্বকীয়তার উৎসব। সেই পহেলা বৈশাখ আমাদের দরজায় কড়া নাড়ছে। আর কয়েকটি দিন পার হলেই আমাদের মাঝে হাজির হবে শুভ নববর্ষের আনন্দমুখর উৎসব।এই উৎসব আমাদের নিজস্ব চেতনা ও স্বকীয়তাকে জাগ্রত করে, স্বপ্নে উদ্দীপিত করে, কর্মে প্রেরণা জোগায়। সেই বৈশাখের আর বেশি দেরি নেই। বৈশাখ যত কাছে চলে আসছে, তত এর উদযাপন আয়োজনের জোর প্রস্তুতি চলছে সারাদেশে। প্রতিবারের মতো এবারের নববর্ষকে বরণ করার জন্য প্রস্তুত সারাদেশ।আর ব্যস্ত শহরবাসীদের কাছে বৈশাখ মানেই রমনার বটমূল। তাই বৈশাখের আগমন উপলক্ষে সাজছে প্রিয় স্থানটি। তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে চারুকলাতেও চলছে ব্যাপক আয়োজনের প্রস্তুতি। বুধবার সেখানে গিয়ে দেখা গেলা আনন্দমুখর পরিবেশ। রঙ নিয়ে আল্পনা আঁকায় ব্যস্ত শিল্পীরা। রমনার বটমূল ও চারুকলা ঘুরে ছবি তুলেছেন জাগোনিউজের চিত্রগ্রাহক বিভাষ দিক্ষিৎ বিপ্লব।এলএ/আরআই

Advertisement