জাতীয়

প্রস্তুত ছয় জল্লাদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত রয়েছেন রাজু ও জনিসহ ছয় জল্লাদের একটি দল। অপর জল্লাদরা হলেন পল্টু, এরশাদ, আলমগীর ও রানা।কারাগার সূত্র জানায়, কারাগারের অভ্যন্তরে ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। প্রশিক্ষণও দেয়া হয়েছে এসব জল্লাদদের। ছামিয়ানাও টাঙ্গানোর কাজও শেষ হয়েছে।তবে কোন জল্লাদ কামারুজ্জামানের গলার ফাঁসির রশি টানবেন তা নিশ্চিত নয়। কারাকর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি। জানা যায়, রাজু ও জনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ইতোমধ্যে তাদের ১৫ বছরের কারাদণ্ড ভোগ করা হয়ে গেছে।সূত্র আরও জানায়, জামায়াতের অপর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরকারী জল্লাদ শাহজাহান অসুস্থ হওয়ায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সে কারণে তার অনুপস্থিতিতে রাজু ও জনি যে কারও হাতে উঠতে পারে কামারুজ্জামানের ফাঁসির রশি।এদিকে, শনিবার বিকেলেই পরিবারের সদস্যরা শেষবারের মতো কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮ নম্বর কনডেম সেলে কামারুজ্জামানের সঙ্গে তাদের দেখা হয়।জেইউ,এসআই/এএইচ/একে/আরআই

Advertisement