দেশজুড়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু`গ্রুপের গুলি বিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ২০/২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার দুপুরে অনুষ্ঠেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের আগমন ও এ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল পৌনে ১০টার দিকে ঘটনা ঘটে। এঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে দু`গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম ও কুবি ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় উভয়পক্ষে কমপক্ষে ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের অভিযোগ, সকালে মাহমুদুর রহমান মাসুম কেন্দ্রীয় নেতাদের সামনে নিজের আধিপত্য দেখানোর জন্য স্থানীয় বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসেন। এসময় তারা অসংখ্য ফাঁকা গুলি বর্ষণ করে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে। এ ব্যাপারে মাহমুদুর রহমান মাসুম প্রতিপক্ষের বিরুদ্ধে একই ধরণের পাল্টা অভিযোগ করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি প্রশান্ত পাল জানান, বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে।এমএএস/আরআইপি

Advertisement