বাণিজ্যে অশুল্ক বাধা দূর করতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট (আইওআরএ)। আইওআরএ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘লিডার্স সামিট’ এ অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ ঘোষণায় একমত হয়।যৌথ ঘোষণায় আইওআরএ সদস্য দেশগুলোর টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও বিনিয়োগ উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানে সদস্য দেশগুলোর সরকার এবং বেসরকারি খাতের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।এছাড়াও কার্যকর বিনিয়োগ মডেল তৈরি এবং পণ্যের মান উন্নয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ গতিশীল করার উদ্যোগ; বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে উন্নত যোগাযোগ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ; শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা প্রদান; নারী ও তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষমতায়নে সহায়তা করা; এবং উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বকে উৎসাহিত করা হয়েছে এ ঘোষণায়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলিজ, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন।এসআই/বিএ
Advertisement