দেশজুড়ে

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে হবে : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শুধু ঢাকাতে নয়। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা এমনকি গ্রামগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সরকার। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে আমরা সহযোগিতা করছি।তিনি বলেন, সর্বত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছি। এর প্রভাবে তরুণ ও যুব সমাজ যারা সাংস্কৃতিক চর্চা করতে আগ্রহী তারা উৎসাহ পাবে। এতে তারা আরও বেশি অনুপ্রাণিত হবে।নওগাঁ শহরের মুক্তির মোড় করনেশান হল সোসাইটিতে মঙ্গলবার সন্ধ্যায় ‘বন্ধু ৮৪’ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।তিনি বলেন, নওগাঁ একটি ঐতিহ্যবাহী শহর। এর একটি ইহিতাস আছে। এরই ধারাবাহিকতায় নওগাঁয় আসা। এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কিছু করলেই সমালোচনা করে বিএনপি। সেটা তাদের নিয়ম হয়ে গেছে। যিনি নির্বাচন কমিশনার হয়েছেন তার নাম কিন্তু আমাদের তালিকায় ছিল না। সার্চ কমিটি মিলে এই নির্বাচন কমিশন গঠন করেছে। এটি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার অজুহাত কিনা তা বুঝতে পারছি না। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তারা অনেক বড় ভুল করবে।‘বন্ধু ৮৪’ আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, সদস্য সচিব আসলামুজ্জামান পলাশ প্রমুখ।আব্বাস আলী/এএম/জেআইএম

Advertisement