অর্থনীতি

করদাতাদের কল্যাণে কাজ করার নির্দেশ

কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চের বিশেষ দিনে বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। একইসঙ্গে জাতির জনকের আদর্শে উজ্জীবিত হওয়ার পরামর্শ দিয়েছেন।তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের সেবক’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ মহান বক্তব্য অনুসরণ করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জাতির পিতা রাষ্ট্রপতির আদেশক্রমে ১৯৭৬ সালে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন।ঐতিহাসিক ৭ মার্চের বিশেষ দিনে বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) পরিদর্শন শেষে ইউনিটের সভাকক্ষে রাজস্ব পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণই নয়, এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালি সরকারি-বেসরকারি চাকরিজীবীদের স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য এ ভাষণে ছিল গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। যে ঐতিহাসিক নির্দেশনা অনুসরণ করে দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারীরা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন।তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে ও তার কন্যা প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের লক্ষ্যে উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ আহরণে কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে।সভায় সুলতান মো. ইকবাল, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি), রেজাউল হাসান, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) এবং মো. বেলাল উদ্দিন, মহাপরিচালক (সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল), বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) এর কমিশনার মো. মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এমএ/আরএস/জেআইএম

Advertisement