টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, বিকেলে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পুর যাত্রী এক নারীসহ তিনজন নিহত ও দু’জন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর সল্লায় একনারীসহ দু’জন নিহত হয়। এতে করে টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়।
Advertisement