জাতীয়

ফার্মগেটে পথচারীদের সচেতনতায় অভিযান

রাজধানীর ফার্মগেটে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার, ফুটপাত ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।অভিযানে ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।ডিএমপির ট্রাফিক পশ্চিমের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা জাগো নিউজকে জানান, জনসেবায় ট্রাফিক পশ্চিম বিভাগ সব সময় বিশেষ ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ এবং অভিযান পরিচালনা করে থাকে। ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।নগরবাসী যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহার করতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য দুপুর সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়েছে।জেইউ/এনএফ/পিআর

Advertisement