অর্থনীতি

স্থানীয় সরকার শক্তিশালীকরণে ২৪০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

স্থানীয় সরকার শক্তিশালীকরণে দুই হাজার ৪০০ কোটি টাকার সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) শীর্ষক প্রকল্পে ৩০ কোটি ডলারের সমপরিমারণ এ ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্যদিয়ে সবগুলো ইউনিয়ন পরিষদ ও ১৬টি পৌরসভায় স্বচ্ছ আন্তঃসরকার অর্থ স্থানান্তর (ইন্টার গভার্মেন্টাল ফিসক্যাল ট্রান্সফার) পদ্ধতি নিশ্চিত হবে। ফলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠবে।সেইসঙ্গে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, স্থানীয় চাহিদা ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ, নারীর ক্ষমতায়ন এবং বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি পাবে। তাই বিশ্বব্যাংক ধারাবাহিকভাবে প্রকল্পটিতে সহায়তা দিচ্ছে। অর্থাৎ এর আগে এলজিএসপি-১ এবং এলজিএসপি-২ প্রকল্পেও সহায়তা করেছে সংস্থাটি।প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৫৩৫ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক নমনীয় ঋণ হিসেবে সহায়তা করবে দুই হাজার ৪০০ কোটি টাকা (৩০ কোটি ডলার)।বিশ্বব্যাংক থেকে জানানো হয়, প্রকল্পের আওতায় কয়েকটি কম্পোনেন্টের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কম্পোনেন্ট-১ এর মাধ্যমে মৌলিক থোক বরাদ্দ দেয়া হবে চার হাজার ২৮৭ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া দক্ষতাভিত্তিক বরাদ্দ দেয়া হবে ৮৬৬ কোটি ২৯ লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদের বিবিজি অর্থ স্থানান্তর ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণ করা হবে।কম্পোনেন্ট-২ এর আওতায় তথ্য প্রবাহ ও জবাবদিহিতামূলক কাজ করা হবে। যেমন- অডিট ও পারফরমেন্স মূল্যায়ন, অডিট ও পারফরম্যান্স মূল্যায়ন ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণ এবং এমআইএস পরিচালনা করা হবে। কম্পোনেন্ট-৩ এর আওতায় পৌরসভার বর্ধিত ব্লক গ্রান্টস-এর পাইলটীকরণ করা হবে।কম্পোন্টে-৪ এর আওতায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হবে। কম্পোনেন্ট-৫ এর আওতায় প্রকল্প ব্যবস্থাপনা এবং এলজিএসপি-২ এর সম্পদ ও আনুষঙ্গিক বিষয়াদি এলজিএসপি-৩ এ স্থানান্তর করা হবে।এমএ/বিএ

Advertisement