খেলাধুলা

শ্রীলঙ্কার রেকর্ডে হুমকি মুশফিকের বাংলাদেশ

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। এরপর ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন টাইগাররা। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪টি টেস্টে জয় পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশের কৃতিত্ব- শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।তার মানে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার। লঙ্কানদের সেই রেকর্ড এখন হুমকির মুখে। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাসরা এখন আর নেই শ্রীলঙ্কা দলে। বর্তমান দলটি তারুণ্য নির্ভর।মুশফিক-সাকিব-তামিমদের সামনে দারুণ সুযোগ- এবার কলঙ্ক ঘোচানোর। কী সেই কলঙ্ক? টেস্টে লঙ্কানদের বিপক্ষে এখনও জয় নেই বাংলাদেশের। হেরাথের নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে হারিয়ে সেই কলঙ্ক ঘোচাতে মরিয়া টাইগার শিবির। সিরিজ শুরুর আগে মুশফিক তো আবারও সেই ইঙ্গিতই দিলেন, ‘শ্রীলঙ্কাকে হারানোর এটাই সেরা সুযোগ’। ৯৯তম টেস্ট ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা পরের টেস্ট ম্যাচটা যে টাইগারের শততম টেস্ট। তাই ৯৯তম টেস্টে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী হয়েই ১০০তম টেস্ট খেলতে নামতে চাইবেন মুশফিকরা। আর সেটা হলে বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার অপরাজিত থাকার রেকর্ডটাও যাবে ভেঙে।এনইউ/পিআর

Advertisement