বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে `প্রাণভিক্ষা চাননি` বলে বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেছেন, ‘খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চাননি। কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে কালকের মধ্যেই এ সম্পর্কে জানতে পারবেন।তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রতিমন্ত্রী।মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা, তার সেই সিদ্ধান্ত জানতে শুক্রবার সকালে দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়েছিলেন।তবে এই ম্যাজিস্ট্রেটরা কারাগারে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে কিছু বলেননি।বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শেরপুর জেলার সোহাগপুর গ্রামে গণহত্যার দায়ে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বিচারিক আদালতের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রেখেছিল।এর বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদনও আপিল বিভাগ খারিজ করে দেন গত সোমবার।আপিল বিভাগের এই রায়ের কপি বুধবার কারাগারে পৌঁছানোর পর তাকে সেদিনই তা পড়ে শোনানো হয়।সর্বশেষ সুযোগ হিসেবে প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার প্রশ্নে তিনি বৃহস্পতিবার তার আইনজীবীদের সঙ্গে পরামর্শও করেছেন।তবে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। কিন্তু কতটা সময় তিনি নেবেন, সেটা তারা পরিষ্কার করে বলেননি। সূত্র বিবিসি। # সিদ্ধান্ত জানাননি কামারুজ্জামানএএইচ/একে/পিআর
Advertisement