ফ্রান্স থেকে ভারতের রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে দীর্ঘ বিলম্বিত চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনার প্রেক্ষিতে এ অগ্রগতি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারত সরকার ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ১২৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে ২০১২ সাল থেকে আলোচনা করে আসছে। তবে এক হাজার ২শ’ কোটি ডলারের এ চুক্তি এসব বিমানের ব্যয় ও যন্ত্রাংশের বিষয়ে আটকে রয়েছে।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের মধ্যে আলোচনার প্রাক্কালে সরকার তাদের পুরনো যুদ্ধবিমানের পরিবর্তে নতুন যুদ্ধবিমান সংগ্রহ জোরদারে স্বল্প সংখ্যক যুদ্ধবিমান সরাসরি ক্রয়ের বিষয়টি বিবেচনা করছে।হিন্দুস্তান টাইমস জানায়, সরকার ‘অপরিহার্যতার কারণে’ ভারতের বিমানবাহিনীর জন্য সর্বোচ্চ ৪০টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের কৌশল গুরুত্ব সহকারে বিবেচনা করছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, এক্ষেত্রে চলতি বছরের মধ্যে নতুন একটি চুক্তি হতে পারে। ওই চুক্তির আওতায় কতগুলো বিমান ক্রয় করা হবে তা চূড়ান্ত দামের ওপর নির্ভর করছে।প্রতিরক্ষা বিশ্লেষক নীতিন গোখলে তার ব্লগে লিখেন , সরকার ফ্রান্সে মোদীর প্রথম সরকারি সফরের প্রাক্কালে ৬০টি যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নেয়।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত তিনি বলেন, মোদি শুক্রবার ওলাঁদের সঙ্গে এব্যাপারে আলোচনা করবেন।একে/পিআর
Advertisement