জাপান ও দক্ষিণ কোরিয়া গত পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছে। আঞ্চলিক ও অন্যান্য ঐতিহাসিক বিরোধ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ বৈঠকঅেনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠক করবেন। ২০০৯ সালে শেষবারের মতো দুই দেশের কর্মকর্তারা বৈঠক করেছিলেন।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিসমূহ এবং সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও অন্যান্য পারস্পরিক উদ্বেগের বিষয়সমূহ নিয়ে আলোচনা করবেন।দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা গত সপ্তাহে সিউলে বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে নেতারা একটি ত্রিপক্ষীয় সম্মেলনের জন্য কাজ করার অঙ্গীকার করেন।বিএ/এমএস
Advertisement