রাজনীতি

আনিসুল হকের টেবিল ঘড়ি, তাবিথের বাস

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে টেবিল ঘড়ি এবং বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে বাস প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ দুই প্রার্থী তাদের মনোনয়নপত্রে প্রতীক হিসেবে পছন্দ ছিল টেবিল ঘড়ি। পরে তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। শুক্রবার সকাল ১০টায় আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাদের এই প্রতিক বরাদ্দ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৬ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।উত্তরে ১৬ জন প্রার্থীর ছয়জন প্রার্থীরই পছন্দের প্রতীক ছিল ইলিশ মাছ। রিটার্নিং কর্মকর্তা তাদেরকে সমঝোতা করতে বললে তারা একমত না হওয়ায় লটারিতে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এখানে বিজয়ী হন কাজী মো. শহীদুল্লাহ পান ইলিশ মাছ প্রতীক। বিএ/এমএস

Advertisement