খেলাধুলা

গোল দিয়ে কাকে ফোন করেছিলেন মেসি?

মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে দুরন্ত গতিতে ছুটে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে আরও একজনকে কাটিয়ে চার ডিফেন্ডারের মাঝ থেকে দারুণ এক শটে পরাস্ত করেন গোলরক্ষককে। এমন এক গোলের পর স্বাভাবিক উদযাপন ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক। লিওনেল মেসিও করলেন তা। তবে এমনটা এর আগে কখনোই করেননি তিনি।হঠাৎ গ্যালারির দিকে আঙ্গুল তুলে এমন ভঙ্গি করলেন, যেন মনে হচ্ছে মোবাইলে কথা বলছেন মেসি। একই ভঙ্গি করলেন কয়েক বার। এরপরই সামাজিক মাধ্যমে গুঞ্জন, ইশারায় কাকে বার্তা দিচ্ছেন মেসি?বার্সার সঙ্গে মেসির চুক্তি প্রায় শেষের দিকে। এ নিয়ে টালবাহানা করছে ক্লাবটি৷ এ কারণেই অনেকের ধারণা হয় মেসি চুক্তির ব্যাপারটাই ক্লাব কর্তাদের বোঝাতে চাইছেন। এ নিয়ে নানা বিদ্রুপও করে আন্তর্জাতিক গণমাধ্যম। সম্ভাব্য কারণ তুলে ধরেছেন তারা। তার কিছু তুলে ধরা হলো জাগোনিউজের পাঠকদের জন্য।১. ম্যানেজমেন্টের উদ্দেশ্যে, ‘আগামী সেশনে আমার কন্ট্রাক্ট শেষ। কেন আমাকে কল দেয়া হচ্ছে না? চলো, নতুন কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করি।’২. সেভিয়া ম্যানেজার জর্জ সাম্পওলিকে বার্সায় আনার জন্য ম্যানেজমেন্টের উদ্দেশ্যে, ‘সাম্পাকে কল দাও, তাকে বলো আমি তার জন্য চেষ্টা করছি এবং সে আসছে।’৩. হবু স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে, ‘পিজ্জেরিয়ায় খবর দাও এবং সালামি দিয়ে এটা গ্রহণ করো।’৪. ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে খবর দাও এবং নিশ্চিত করো সে যেন গোলটি দেখে।’৫. ‘দেখ, আমি কি করতে পারি। অন্য ক্লাবগুলোকে খবর দাও, আমি দল ছাড়ার জন্য তৈরি।’সামাজিক মাধ্যমে এ নিয়ে নিয়ে নানা গুঞ্জন চললেও আসল ঘটনা অন্য। ম্যাচ শেষে মেসি নিজেই জানালেন আসল কথা। ম্যাচের আগে বেশ কয়েকবার ফোন করেছিলেন তার ভাইয়ের ছেলে। তবে কোনও কারণে ফোন ধরতে পারেননি তিনি। ম্যাচের সময় গ্যালারিতেই ছিলেন তার ভাতিজা। তাই তাকে সান্ত্বনা দিতেই এ অভিনব উদযাপন করেছেন এ আর্জেন্টাইন তারকা।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement